আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে জমিয়তের নেতৃবৃন্দ বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত না করে ব্যবসায়িক স্বার্থে অবাধে লঞ্চকে গণপরিবহণের অনুমতি দেওয়া কোনভাবেই কাম্য হতে পারে না। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
জমিয়ত নেতারা নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
যৌথ বিবৃতি পাঠিয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি আল্লামা জিয়া উদ্দীন, সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন মারা গিয়েছে।
-এএ