আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকার নিজেদের মতো করে দেশের ইতিহাসকে বিকৃত করছে। দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলে 'শাপলাকুঁড়ি'র শিল্পীদের পুরস্কার বিতরণ ও বড়দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা শাপলাকুঁড়িতে এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে এ অনুষ্ঠানে শাপলাকুঁড়ি মেডেল দেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমীর বলেন, এখন আমাদের দেশে একটা আবহ সৃষ্টি হয়েছে যে, অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো- সবকিছু ভুলিয়ে দাও। যারা ভালো কাজ করছে বা করেছে, তাদের ইতিহাসে না রেখে একজন ব্যক্তিকেই মহান করার চেষ্টা হচ্ছে। আমাদের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে- তাদের মনে করার কোনো দরকার নেই। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে তাদের একবারের জন্যও স্মরণ করা হয়নি। এ ধরনের একটা আবহ তৈরি হয়েছে দেশে।
তিনি বলেন, এটা খুব কষ্টের, বেদনার। এটা কখনও কোনো জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না। আমরা নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে চাই, আনন্দময় স্বপ্ন দেখতে চাই, আলোকিত পৃথিবী চাই, অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। যদিও আমাদের চারদিক অন্ধকার ছেয়ে ফেলেছে, তাতেও আমাদের বেরিয়ে আসতে হবে। শিশুরা একটা পৃথিবী নির্মাণের সুন্দর স্বপ্ন দেখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া, যিনি সব প্রতিকূলতাকে কাটিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন- তিনি আজ অত্যন্ত অসুস্থ। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। আজকের এই বড়দিনে তার জন্য প্রার্থনা করি।
জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা।
এনটি